একাই ৪ গোল করে নেপালকে কুপোকাত করলেন সাগরিকা
-1211040.jpg?v=1.1)
নেপালের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে জয় পেতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছিল বাংলাদেশ নারী দলকে। সেই ম্যাচেই লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েন দলের প্রধান স্ট্রাইকার মোসাম্মত সাগরিকা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই ঠিক যেন ঝড় তুললেন তিনি—নেপালের বিপক্ষে অলিখিত ফাইনালে একাই করলেন চার গোল!
তার দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি ছিল এমন সমীকরণের—ড্র করলেই শিরোপা, আর জয় মানেই অপরাজিত চ্যাম্পিয়ন। সেই ম্যাচে বাংলাদেশ যেন নেপালকে নিয়ে খেলতেই নামে মাঠে। রাজশাহীর কিংস অ্যারেনায় দাপুটে ফুটবলে সাফের ট্রফি নিজেদের করে নেয় টাইগ্রেসরা।
সাগরিকা গোল করেন ৭, ৫১ ও ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে, এরপর ৭৭ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন। তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৮টিতে।
২০২২ সালের পর এবারের আসরেও কোনো ফাইনাল ছিল না। রাউন্ড রবিন পদ্ধতিতে যে দল সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। সে অনুযায়ী এই ম্যাচটি ছিল দুই দলের জন্য অলিখিত ফাইনাল। বাংলাদেশ ১৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ঘরে তোলে।
সম্প্রতি প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী দল। এবার অনূর্ধ্ব-২০ দলও সাফ শিরোপা জিতে নিয়ে দেশের ফুটবলে নতুন উচ্ছ্বাস যোগ করল।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। এমন শোকাবহ মুহূর্তে দেশের এই জয় কিছুটা হলেও সান্ত্বনা ও গর্বের অনুভূতি এনে দিয়েছে।