ইতিহাস গড়া নারী ফুটবলারদের পুরস্কারের ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৮:৪০ AM

এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো ইতিহাস গড়ে জায়গা করে নেওয়ায় নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বাংলাদেশের ফুটবলে প্রথম বারের মতো এশিয়ান কাপের মত বড় মঞ্চে নাম লিখিয়েছে বাংলাদেশের বাঘিনীরা। বাঘিনীদের হুংকার শুনবে এবার আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের ২১ তম আসর।

মোট বার দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এখন পর্যন্ত ১১ টি দল টিকিট কেটেছে এই টুর্নামেন্টে। বড় টুর্নামেন্টে যাওয়ার আগে শক্তি শালী দলগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের পরখ করে নিতে চায় বাংলার বাঘিনীরা।

এর আগে, গত বছর ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দিন বাফুফে ভবনে উপদেষ্টা এক কোটি পুরস্কার ঘোষণা করেন। এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবলারদের সেই অর্থ প্রদান করে।