হংকংয়ের সঙ্গে পারল না হামজারা
-1100919.jpg?v=1.1)
শক্তিশালী প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তে হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। শুরুতে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু যোগ করা সময়ের শেষেই প্রতিপক্ষের গোলেই ভেসে গেল সব আশা। ফলে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ ব্যবধানে হারতে হলো হ্যাভিয়ের ক্যাবরেরার দলকে।
ম্যাচে বেশিরভাগ সময় ৩-১ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে ৮৪ মিনিটে এবং যোগ করা সময়ের নবম মিনিটে টানা দুটি গোল করে ৩-৩ সমতা আনে। ইনজুরি সময়ে সামিতের গোলে স্টেডিয়ামজুড়ে উল্লাস ছড়িয়ে পড়ে। কিন্তু আনন্দ টিকল মাত্র এক মিনিট। শেষ বাঁশির আগেই হংকংয়ের রাফায়েল মার্কিস হ্যাটট্রিক পূর্ণ করে গোল করলে স্তব্ধ হয়ে যায় জাতীয় স্টেডিয়ামের গ্যালারি।
ম্যাচ শেষে হতাশায় ডুবে যান হামজা-জামালরা। কেউ বসে পড়লেন মাঠে, কেউ মুখ ঢাকলেন জার্সিতে। এশিয়া কাপ খেলার স্বপ্ন যেন ফিকে হয়ে গেল এই হারে। তিন ম্যাচ শেষে হংকং সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে, সিঙ্গাপুরের পয়েন্ট পাঁচ ও ভারতের দুই। মাত্র এক পয়েন্টে তলানিতে বাংলাদেশ। বাকি তিন ম্যাচে ছয় পয়েন্টের ব্যবধান ঘোচানো এখন প্রায় অসম্ভব এক সমীকরণ।
হামজা চৌধুরির গোলে বাংলাদেশ ১৩ মিনিটে ম্যাচে লিড নেয়। দুর্দান্ত ফ্রি কিকে তিনি বাংলাদেশকে এগিয়ে নেন। বাংলাদেশ প্রথমার্ধে লিড নিয়েই ড্রেসিংরুমে ফেরার অপেক্ষায় ছিল। ইনজুরি সময়ে খেলায় সমতা আনে সফরকারী হংকং। কর্নার থেকে বক্সের মধ্যে জটলায় হংকং খেলায় ফেরে। দ্বিতীয়ার্ধের পাচ মিনিটেই তারা লিড নেয়।
হংকংয়ের তৃতীয় গোলটি বাংলাদেশের ডিফেন্সের ভুলেই। সাদ উদ্দিনের পায়ের ফাঁক দিয়ে বল ঠেলেন হংকং ফরোয়ার্ড। বাংলাদেশের ডিফেন্ডার ধরার আগেই বল জালে পাঠান রাফায়েল। ৩-১ স্কোরলাইন হওয়ার পর যেন বাংলাদেশ জেগে উঠে। দ্বিতীয়ার্ধে সামিত, জামাল, জায়ান ও ফাহমিদুল নামার পরই ভিন্ন এক বাংলাদেশ। বিশেষ করে জায়ান আহমেদ বাঁ প্রান্তে বেশ গতির সঞ্চার করেন। ৮৪ মিনিটে শেখ মোরসালিন গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান। বল ক্লিয়ার করতে এসেও পারেননি হংকং গোলরক্ষক। মোরসালিন ফাঁকা জায়গায় বল পেয়ে গোল করেন।
চতুর্থ রেফারি ৯ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের ৯ মিনিটে মোরসালিনের কর্নারে আরেকটি গোলের উৎস বাংলাদেশের। মোরসালিনের বাঁ প্রান্ত থেকে কর্নারে কানাডা প্রবাসী সামিত সোম হেডে বল জালে জড়ান। এতে বাংলাদেশের গ্যালারি গর্জে ওঠে। সেটা এক মিনিট পরই ডিফেন্সের আরেক ভুলে বিষাদে পরিণত হয়।
বাংলাদেশের জার্সিতে আজ হামজা দ্বিতীয় গোল করেন। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন। এবার হংকংয়ের বিপক্ষে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন। এ ছাড়া বাংলাদেশের হয়ে দ্বিতীয় ম্যাচেই গোল পেয়ে গেলেন সামিত। তার গোলটি সমতাসূচক হলেও ডিফেন্সের ভুলে বাংলাদেশের সমর্থকদের সঙ্গী কান্না আর হতাশা।