৭৫ বছর পর এমন গোল হজম করল রিয়াল

শিরোপাহীন মৌসুম পেছনে ফেলে নতুন কোচ ও পরিবর্তিত স্কোয়াড নিয়ে দারুণ সূচনা করেছিল রিয়াল মাদ্রিদ। টানা ছয় জয়ের পর মাদ্রিদ ডার্বিতে এসে বড় ধাক্কা খেলো লস ব্লাঙ্কোসরা। অপরদিকে, আগের ছয় ম্যাচে মাত্র দুই জয় পাওয়া অ্যাতলেটিকো রিয়ালের বিপক্ষে যেন আগুন ঝরালো। জাবি আলোনসোর শিষ্যদের তারা হারাল ৫-২ গোলে। ৭৫ বছরে ডার্বি ম্যাচে এটাই রিয়ালের বিপক্ষে সর্বোচ্চ গোল।
এর আগে ১৯৫০ সালের নভেম্বরে লা লিগায় রিয়ালকে ৬-৩ গোলে হারিয়েছিল অ্যাতলেটিকো। ১৯৬৩ সালের ডার্বিতেও হয়েছিল সাত গোলের লড়াই। শনিবারের ম্যাচে সেই ইতিহাসই যেন ফিরে এলো। শুরুতে পিছিয়ে পড়েও এমবাপে ও গুলারের গোলে সমতায় ফিরে লিড নেয় রিয়াল। কিন্তু এরপর পুরো ম্যাচটাই তাদের জন্য হয়ে ওঠে হতাশার। অ্যাতলেটিকোর হয়ে জোড়া গোল করেন হুলিয়ান আলভারেজ, একটি করে গোল করেন রবিন লে নরমান্দ, আলেক্সান্ডার সোরলোথ ও আঁতোয়ান গ্রিজম্যান।
রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপে ও আর্দা গুলার। তবে বল দখলে (৬৩ শতাংশ) এগিয়ে থাকলেও আক্রমণে কার্যকর হতে পারেনি মাদ্রিদ শিবির। পুরো ম্যাচে ৬টি শটের মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে দিয়েগো সিমিওনের দল ১৩টি শটের মধ্যে ৭টিই রেখেছে টার্গেটে।
১৪ মিনিটে লে নরমান্দের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। ১০ মিনিট পর গুলারের পাস থেকে সমতা ফেরান এমবাপে। ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের পাস ধরে গুলারের গোলে লিড নেয় রিয়াল। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হেডে গোল করে ম্যাচে ফেরান সোরলোথ।
দ্বিতীয়ার্ধে রিয়াল ছন্দ হারিয়ে ফেলে। ৪৯ মিনিটে আলভারেজের পেনাল্টি থেকে গোল, এরপর ৬৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান বাড়ান তিনি। যোগ করা সময়ে গোল করেন গ্রিজম্যান, কাটান ২২ ম্যাচের গোলখরা।
৫-২ গোলের এই বড় হারের পরও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল রিয়াল মাদ্রিদ। তবে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৬ পয়েন্ট নিয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে এবং রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামছে। অন্যদিকে, এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে অ্যাতলেটিকো।