ছাঁদখোলা বাসে বরণ করে নেওয়া হবে সাফজয়ী নারী ফুটবলারদের
নেপালের মাঠেই নেপালকে হারিয়ে গতকাল বুধবার (৩০ অক্টোবর) টানা দ্বিতীয়বার সাফ শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া দুইটায় ঢাকায় আসবেন শিরোপা জয়ীরা। এরপর ছাদ খোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাবেন তারা। সাফ জয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বুধবার রাতে ছাদখোলা বাসে সাজসজ্জার কাজ শুরু হয়।
বাসের গায়ে বাংলাদেশ নারী দলের ছবি অঙ্কিত হবে। বাফুফে সেই ছবি ছাপানোর কাজ করছে। ছবি ছাপানো হলে সেটা বাসে লাগানো হবে। এই প্রক্রিয়া শেষ করতে করতে বৃহস্পতিবার ভোর পেরিয়ে সকাল হবে। ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে রয়েছে ছাদ খোলা বাসটি।
এরআগে ২০২২ সালে বিআরটিসির ছাদ খোলা বাসেই সাবিনারা এসেছিলেন বিমানবন্দর থেকে বাফুফে ভবন। এবারও তাই হবে। গতবার এই ব্যয় বহন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার সেটা বাফুফে করছে।
২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা ছাদ খোলা বাসে সংবর্ধনা পেয়েছিলেন। সানজিদা আক্তারের স্ট্যাটাসের পর সারা দেশে আলোড়ন পড়েছিল। গতকালও সানজিদা স্ট্যাটাসে সেটা স্মরণ করান।