কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা পাক প্রধানমন্ত্রীর
-1211023.jpg?v=1.1)
উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তান।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার, বিশেষ করে যারা শিশুকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের কঠিন সময়ে আমরা পাশে আছি।
পাকিস্তান জানিয়েছে, এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে পাকিস্তান। বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আমাদের সংহতি অব্যাহত থাকবে।
এর আগে ঢাকার এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ঢাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন, তাদের অনেকেই ছিলেন তরুণ শিক্ষার্থী, যাদের সম্ভাবনায় ভরা জীবন এক মুহূর্তেই থেমে গেল। এটি কেবল বাংলাদেশের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য এক গভীর মানবিক ক্ষতি। নিহতদের পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুর্ঘটনায় যারা এখনও চিকিৎসাধীন, তাদের সুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি। ভারত বাংলাদেশের এই দুঃসময়ে পাশে রয়েছে এবং যেকোনো ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।