বাংলাদেশের বিপক্ষে প্রথম হাফেই ধরাশায়ী তুর্কমেনিস্তান

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৭:৪৪ PM

নারী এশিয়ান কাপ বাছাই পর্বে আজ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে খেলছে বাংলাদেশ। ইয়াঙ্গুনের মিয়ানমার স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে পিটার বাটলারের দল।

ম্যাচের মাত্র ৩ মিনিটেই গোলের সূচনা করেন স্বপ্না রানী, বাংলাদেশকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। এরপর ৬ ও ১৩ মিনিটে দুটি গোল করে জোড়া গোলের দেখা পান শামসুন্নাহার। ১৬ থেকে ২০ মিনিটের মধ্যে আরও তিনটি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ।

১৬ মিনিটে মনিকা, ১৭ মিনিটে ঋতুপর্ণা ও ২০ মিনিটে তহুরা খাতুন গোল করেন। এরপর প্রতিপক্ষ তুর্কমেনিস্তান খানিকক্ষণ স্বস্তি পায়। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে ঋতুপর্ণা আরেক গোল করলে ৭-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।

বাংলাদেশ নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল। সেই ম্যাচে প্রথমার্ধে ৫ গোল দিয়েছিল। আজ তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭ গোলে এগিয়ে বাংলাদেশ। তুর্কমেনিস্তান তাদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ৮ গোল হজম করেছিল।

গত ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হয়েছে। আজকের ম্যাচটি শুধু নিয়মরক্ষার হলেও বাংলাদেশ দল বেশ গুরুত্ব সহকারেই নিয়েছে। গত দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে বাংলাদেশ।