দেশের দুই জেলায় শৈত্যপ্রবাহ; তাপমাত্রা কমার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১৯ PM

উত্তরের জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তৃতি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত রয়েছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

এ পরিস্থিতিতে রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ সময়ের মধ্যে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।

অবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ২০ জানুয়ারির পর উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে এবং সেখানে একটি স্বল্পমেয়াদি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে। পাশাপাশি সারাদেশেই কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাবে এবং হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বর্তমান সময়ের তুলনায় আরও তীব্র হতে পারে।