ভারতে পৌঁছাল বাংলাদেশের ইলিশ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ AM

বার বার অনুরোধের পর ভারতে ইলিশ রপ্তানিতে সম্মত হয় বাংলাদেশ। অবশেষে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে পৌঁছালো বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান এসে পৌঁছেছে।

এর আগে, চলতি বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ১২ শো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

স্থানীয় সূত্রে জানায়, বুধবার বাংলাদেশের ট্রাক থেকে আনলোডিং করে এপার বাংলার ট্রাকে তোলা হয়েছে। এখান থেকে মাছগুলো সোজা পশ্চিমবঙ্গের সব থেকে বড় পাইকারি মাছের বাজার ‘হাওড়ার ফিস্ মার্কেটে’ পৌঁছে যাবে। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরো বাজারে পৌঁছে যাবে এই ইলিশ। এরপরই পূজার আগে ভোজনরসিক বাঙালিরা বাংলাদেশের পদ্মার এই সুস্বাদু মাছের স্বাদ নিতে পারবেন।

এ ব্যাপারে ‘মাৎস আমদানিকারক সমিতির’ সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, পশ্চিমবঙ্গের বাজারে এরই মধ্যে গুজরাটের ইলিশে ভরে গেছে। বর্তমানে প্রতি কেজি ইলিশের পাইকারি দাম ১৫ শো থেকে ১৬ শো রুপি পড়বে। আর খুচরা বাজারে মিলবে ১৭ শো থেকে ১৮ শো রুপিতে। তবে বাংলাদেশ থেকে যত বেশি ইলিশ আসবে, ততই দাম কমতে থাকবে বলেও জানান তিনি।