নোয়াখালীতে ট্রাকের চাপায় চালকসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১৮ PM

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় চালকসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কে পূর্ব ফতেহপুরে কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানান কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া।

নিহতরা হলেন- অটোরিকশা চালক খোকন (৪৬), যাত্রী মো. সুমন (৩৩), শাহাদাত হোসেন (৩৬) এবং নোয়াখালী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিম হাসান (২৬)। তবে তাৎক্ষণিক এক নারীসহ অপর দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বসুরহাটের উদ্দেশে যাচ্ছিল। পথে অটোরিকশাটির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দূরে নিয়ে যায়।

এতে অটোরিকশা চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন বলে জানান ওসি শাহীন মিয়া।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পরপর ট্রাক রেখে পালিয়ে যান চালক ও সহকারী। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।