পঞ্চগড়ে আজও ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা; মৃদ্যু শৈত্যপ্রবাহে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৫০ AM

পঞ্চগড়ে গত দুই দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। হিমালয়ের কন্যা খ্যাত জেলাটিতে গত দুদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর ফলে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে, যা জেলা প্রশাসনের আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়।

বুধবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় পুরো জেলা, এবং বরফের মতো শিশির ঝরতে থাকে। শহর ও গ্রামের সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। কুয়াশা ও হিম বাতাসের কারণে মানুষের চলাচল কমে যায়। তবে জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষদের ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যায়।

শীতের কারণে আয়-রোজগার কমে গেছে অনেক মানুষের, বিশেষ করে ভ্যান চালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুরদের। শীতজনিত অসুখ যেমন জ্বর, সর্দি, শ্বাসকষ্ট বাড়ছে, এবং চিকিৎসা খরচও বেড়েছে। গৃহপালিত পশুরাও শীতে কষ্ট পাচ্ছে, তাই তাদের সুরক্ষায় পুরোনো কাপড় বা চটের ব্যাগ পরানো হচ্ছে।

এদিকে, তাপমাত্রা ওঠানামা করায় শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে এবং জেলার হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, গত দুই দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে, এবং এ অবস্থায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।