তারকাদের সেই ভবনের একাংশ ভেঙে ফেলার নির্দেশ

রাজধানীর উত্তরা দীর্ঘদিন ধরেই নাটকের শুটিং পাড়া হিসেবে পরিচিত। শহুরে নাটক ও সিনেমার ইনডোর শুটিংয়ের বেশির ভাগই সম্পন্ন হয় এখানকার বিভিন্ন শুটিং হাউজে। কাজের সুবিধার্থে একই ভবনে ফ্ল্যাট কিনেছেন ১৩ থেকে ১৪ জন অভিনেতা-অভিনেত্রী। ভবনটির নাম ‘ভার্টিকেল-২’।
সম্প্রতি জানা গেছে, ভবনটির উচ্চতা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাদসহ ওপরের অংশ থেকে প্রায় ৩৩ ফুট ভেঙে ফেলতে হবে।
গত ২৮ মে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ রাজউককে চিঠি পাঠিয়ে জানিয়েছে, প্রিয়াংকা রানওয়ে সোসাইটির ছয়টি ভবনের উচ্চতা অনুমোদিত সীমার বাইরে। নিরাপত্তার স্বার্থে ভবনগুলো ভাঙার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
ভার্টিকেল–২ ভবনে রয়েছেন বেশ কিছু পরিচিত তারকা। তাদের মধ্যে আছেন মাসুম বাসার ও মিলি বাসার দম্পতি, চঞ্চল চৌধুরী, শামীম জামান, সাজু খাদেম, আ খ ম হাসান, নাজিয়া হক অর্ষা, নিলয়, শ্যামল মওলা, সামিয়া অথৈ, নাবিলা ইসলাম ও আরফান আহমেদও ফ্ল্যাট কিনেছেন।
নির্মাতা শামীম জামান বলেন, এভিয়েশন বা রাজউকের কারো নোটিশ আমরা পাইনি। কারণ আমরা মাত্র ফ্ল্যাটগুলো কিনেছি। নোটিশ গেলে সেটা পাবে প্রিয়াংকা রানওয়ের কাছে। তাদের কাছ থেকে আমরা এগুলো কিনেছি। সেই কোম্পানির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হয়। তারা আমাদের সেভাবে কিছু জানায়নি।
এই ভবনের আটতলায় একটি ফ্ল্যাট কিনেছেন জনপ্রিয় অভিনেতা জুটি মাসুম বাসার ও মিলি বাসার। ফ্ল্যাটটি কিনে বিপাকে পড়েছেন তারা।
মাসুম বাসার বলেন, আমরা নথি দেখে ফ্ল্যাট কিনেছি। এখন যদি সিভিল এভিয়েশনের ভুলের কারণে আমাদের ক্ষতি হয়, তাহলে ক্ষতিপূরণ কে দেবে?
এদিকে নাম না প্রকাশ করে আরেকজন শিল্পী জানান, বিষয়টি তিনি জেনেছেন অন্য মাধ্যমে। ছাদসহ উপরের অংশ থেকে প্রায় ৩২.৮ ফুট ভেঙে ফেলার কথা বলা হয়েছে। তবে মূল ভবনের উপরে প্রায় দেড় তলার মতো অতিরিক্ত আছে। যেগুলো ভবনসংশ্লিষ্ট কাজের জন্য। তাই খুব একটা ক্ষতির মুখে পড়বেন না বলেই মনে করেন তিনি।