ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১১ PM

রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে দুই স্কুলছাত্র আনাস ও জুনায়েদসহ ছয়জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য দিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ মামলাটির ১৯তম সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিচ্ছেন তিনি। এর আগে গত সপ্তাহে প্রথম দিনের সাক্ষ্যে তিনি আন্দোলনের প্রেক্ষাপট ও ধারাবাহিকতা তুলে ধরেন। 

আসিফ মাহমুদ বলেন, ‘গত বছরের ৫ জুন থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন চলাকালে আমাকে গুম করা হয়, শারীরিক নির্যাতনের পাশাপাশি ইনজেকশন পুশ করে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রাখা হয়।’

সাক্ষ্যে তিনি আরও বলেন, জুলাই আন্দোলন প্রত্যাহারের চাপ দিতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়। দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 'হত্যার নির্দেশনা রয়েছে'—এমন কথা বলেন তৎকালীন গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে আমাকে বারবার হুমকি দেওয়া হয়—যদি আন্দোলন থেকে সরে না আসি, তাহলে 'পরিণতি ভয়াবহ' হবে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় নিরাপদ সড়কের দাবিতে স্কুল শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশ গুলি চালায়। এতে আনাস, জুনায়েদসহ ছয়জন নিহত হন। এই ঘটনার পর ব্যাপক প্রতিবাদ ও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় দেশজুড়ে।