মানি লন্ডারিংয়ের অভিযোগে এনডিই'র সকল বিল স্থগিত করল পূর্ত মন্ত্রণালয়
-1160231.jpg?v=1.1)
বিদেশে অর্থ পাচারের অভিযোগ এনে ঠিকাদার প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই)-এর চলমান কাজের বিল বন্ধ করেছে সরকার। সেই সঙ্গে গণপূর্ত অধিদপ্তরে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও সম্পন্ন কাজের চেয়ে বেশি বিল উত্তোলন করে বিগত ফ্যাসিস্ট সরকারকে অর্থ সহযোগিতার অভিযোগও করা হয়েছে। গত ৫ অক্টোবর কর্ণেল সামসুল আরেফিন নামের এক ব্যক্তির অভিযোগের পর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। গণপূর্তের আলোচিত ঠিকাদার প্রতিষ্ঠানটির কমপক্ষে হাজার কোটি টাকারও বেশি কাজ চলছে বলে জানা যায়। তবে সিটিজেন জার্নালের পক্ষ থেকে অভিযোগকারী ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে কথা বলতে গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলামের ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি।
কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) পূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. নাজমুল আলম স্বাক্ষরিত এক আদেশ জারি হয়। সেখানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে এ নির্দেশ বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়। এই অভিযোগের পর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এজন্য তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত গণপূর্ত অধিদপ্তরে বাস্তবায়নাধীন যে সকল প্রকল্পের নির্মাণ কাজ ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই)-এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে সে সকল কাজের বিপরীতে অর্থ প্রদান স্থগিত রাখার জন্য সিদ্ধান্তের কথা জানানো হয়। এরফলে পূর্ত অধিদপ্তরের এনডিই’র রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরী কমপ্লেক্স, রমনা পুলিশ কমপ্লেক্স, আজিমপুর সরকারী কলোনীর রাস্তা ও ফুটপাত নির্মাণ কাজ এবং ঢাকার বাইরে চলমান কাজগুলোর বিল পরিশোধের ক্ষেত্রে জটিলতা তৈরি হলো। বিল পরিশোধে নিষেধাজ্ঞার বিষয়টি গণপূর্ত অধিদপ্তরের একাধিক প্রকৌশলী নিশ্চিত করেছেন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নানামুখী চাপে পড়ে যায় প্রভাবশালী এ ঠিকাদার প্রতিষ্ঠান। এক পর্যায়ে মালিকানাও হস্তান্তর হয়। কিন্তু সম্প্রতি তা আবার ফিরে পেয়েছেন বলে জানা যায়।
এ বিষয়ে কথা বলতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার ফোনে কল করা তিনি ধরেননি।
ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) নির্বাহী পরিচালক মো. টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে যারা পদক্ষেপ নিয়েছে তাদের বক্তব্য নিবেন। আমাদের কিছু বলার নেই।’