ভ্রমণকারীদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে ‘ফ্লাইং নেকেড’
‘ফ্লাইং নেকেড’ জনপ্রিয় হওয়ার পেছনে আরেকটি কারণ হলো এয়ারলাইনস কোম্পানিগুলোর বিভিন্ন চার্জ ও নিয়মকানুন। অনেক এয়ারলাইনসই লাগেজের অতিরিক্ত ওজনের জন্য মোটা অঙ্কের চার্জ দাবি করে। এজন্য যাদের ঘনঘন প্লেনে চড়তে হয়, তাঁরা আজকাল কম জিনিস বা একটা ব্যাগ নিয়েই ট্রাভেল করতে পছন্দ করছেন।
উপমহাদেশে তল্পিতল্পা ছাড়া ভ্রমণে লোকজন এখনও সেভাবে অভ্যস্ত নয়। তবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ‘স্মার্ট প্যাক, স্মার্ট ট্রাভেল’-এর এই ধারা। তরুণ এবং অ্যাডভেঞ্চারপ্রেমীরা দারুণ পছন্দ করছে ফ্লাইং নেকেডের আইডিয়া। যাত্রার আগে লাগেজ গোছানোর চাপ নেই, আবার চেক-ইন বা ব্যাগেজ ক্লেইমের সারিতে দাঁড়িয়ে সময়ও নষ্ট হবে না।
তবে, এই কৌশল সব ধরনের ভ্রমণকারীর জন্য উপযোগী নয়। বিশেষ করে যারা দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ করেন বা শিশু সঙ্গে নিয়ে যান, তাদের জন্য এটি উপযুক্ত নয়। তবে একদিনের সফরের জন্য বা লাইট ট্রাভেলিংয়ের জন্য এটি বেশ কার্যকরী হতে পারে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস