মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার পুনরায় জানিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা)।
মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত ২৬ জুন কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল (নীতি ও আন্তর্জাতিক) ড. মোহাম্মদ শাহারিন বিন উমর ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশি কর্মীদের কল্যাণে অঙ্গীকার পুনরায় তুলে ধরেন কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল।
টিকেএসইউ পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় মূলত শ্রমিক নিয়োগ, কর্মসংস্থান ও প্রত্যাবাসন সংক্রান্ত দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে ‘মাদানি মালয়েশিয়া’ নীতির আলোকে শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং ন্যায্য কর্ম সম্পর্ক গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা মানবিকতা ও সহমর্মিতার প্রতিফলন।