বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় দক্ষিণ এশিয়ার দেশ

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান। সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
সোমবার (৩০ জুন) সাইতামা চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্ভাবনাময় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তিনি বাণিজ্য, মানবসম্পদ উন্নয়ন এবং বিনিয়োগসহ বিভিন্ন খাতে পারস্পরিক সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।
চেম্বারের প্রেসিডেন্ট কোজি মোচিদার নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশ-জাপান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা জাপানি প্রতিষ্ঠানগুলোতে দক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগে গভীর আগ্রহের কথা জানান।