ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৯:৫৪ PM

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সরকারের নতুন সুখবর এসেছে। ‘এক দেশ, এক রেট’ নীতির অধীনে আইএসপিগুলোর জন্য নতুন ট্যারিফ ঘোষণা করা হয়েছে, যা গ্রাহকদের ইন্টারনেট খরচ কমাবে। এখন থেকে ১০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড প্যাকেজ ৭০০ টাকার বদলে ৫০০ টাকায় পাওয়া যাবে।

মঙ্গলবার (১ জুলাই) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নতুন নিয়ম ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

এ সময় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন জানায়, মাসিক ইন্টারনেট বিলের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত করে তা গ্রাহকের কাছ থেকে আদায় করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বর্তমানে কোনো আইএসপি ৫ এমবিপিএস-এর প্যাকেজ দেয় না। আইএসপিগুলো কমবেশি গড়ে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ দিয়ে থাকে। সেই অনুযায়ী আইএসপিএবি ৫০০ টাকা থেকে প্যাকেজ শুরু করতে যাচ্ছে।'

এ বিষয়ে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেছেন, "স্পিডটেস্ট গ্লোবাল ইনডেস্কে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। এই সূচকে বাংলাদেশের অবস্থানকে আরও উপরে দেখতে চায় আইএসপিএবি। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল ও রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে নেয় তাহলে ভবিষ্যতে ২০ এমবিপিএস ব্যান্ডউইথ নিশ্চিত করা যাবে।"

তিনি আরও বলেন, "বেশির ভাগ গ্রাহক মাসিক বিলের সাথে ৫ শতাংশ ভ্যাট দিতে অনিচ্ছা প্রকাশ করে। এই ভ্যাটটা আমরা আদায় করতে পারি না। আইএসপিএবির সদস্যরা একমত হয়েছে যে, সরকারের সাথে একসাথে কাজ করার লক্ষ্যে এবং দেশের উন্নতির জন্য রাজস্ব নিশ্চিত করতে গ্রাহকের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাট আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে।"

আইএসপিএবি জানায়, 'প্রতি সংযোগের মাসিক ফির সঙ্গে নিয়ম অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট প্রদান এবং মাসিক বিলের রিসিট প্রদান করতে আইএসপিদের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।'

এর আগে ২২ মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য ‘এক দেশ, এক রেট’ নীতি চালু করে। এই সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই থেকে ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবার সর্বোচ্চ মাসিক মূল্য নির্ধারণ করা হয় ৪০০ টাকা। এছাড়া, ১০ এমবিপিএস সেবার মূল্য নির্ধারণ করা হয় ৭০০ টাকা এবং ২০ এমবিপিএসের জন্য ১ হাজার ১০০ টাকা।