ইনস্টাগ্রামে চালু হল নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৮:৩৯ AM

ইনস্টাগ্রামে অনেকেই নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে অন্যান্য ব্যবহারকারী লাইক ও মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া জানান। তবে লাইক বা শেয়ারের সংখ্যা দেখে অনেক সময় কনটেন্টের মান বা জনপ্রিয়তা বিচার করা হয়, যা কিছু ব্যবহারকারীর জন্য অপ্রয়োজনীয় চাপ তৈরি করে এবং আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে।

এই বিষয়টি মাথায় রেখে ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা একটি সুবিধা চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে তাদের পোস্টের লাইক ও শেয়ার সংখ্যাগুলো অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন।

ইনস্টাগ্রামে লাইক ও শেয়ারের সংখ্যা লুকানোর পদ্ধতি:
স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।

ডানদিকের নিচে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

প্রোফাইল পেজে গিয়ে ওপরের ডান পাশে থাকা তিনটি অনুভূমিক রেখায় (≡) ক্লিক করুন।

মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘What you see’ (হোয়াট ইউ সি) সেকশনটি খুঁজে বের করুন।

সেখানে ‘Like and share counts’ অপশনে ট্যাপ করুন।

এরপর ‘Hide like and share counts’ অপশনের পাশে থাকা টগল বাটনে ক্লিক করে ফিচারটি চালু করুন। চালু হলে বাটনটি কালো রঙের হয়ে যাবে।

এই ফিচার চালু করার পর আপনি যেসব ছবি বা ভিডিও পোস্ট করবেন, সেগুলোর লাইক বা শেয়ার সংখ্যা আর কেউ দেখতে পারবে না। এতে করে চাপমুক্তভাবে কনটেন্ট শেয়ার করা সম্ভব হবে।