ঢাবিতে দেয়ালে দেয়ালে গ্রাফিতি ঘিরে রহস্য
-1050859.jpg?v=1.1)
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে একটি রহস্যময় গ্রাফিতি। “স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে”—এই বার্তাটি লাল, সাদা ও কালো রঙে স্প্রে করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও স্থাপনার দেয়ালে আঁকা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল থেকে কার্জন হল, টিএসসি, মধুর ক্যান্টিন, চারুকলা ইনস্টিটিউট, কলাভবন, হাজী মুহম্মদ মোহসিন হল, এ এফ রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং জসিমউদ্দিন হলের আশপাশে এসব গ্রাফিতি স্পষ্টভাবে দেখা যায়। তবে কে বা কারা এটি লিখেছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, এই গ্রাফিতির ভাষা বেশ রহস্যময় ও চিন্তার উদ্রেককারী। এটি রাজনৈতিক কোনো বার্তা কি না—সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে।
কেউ কেউ ধারণা করছেন, আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এটি কোনো ছাত্র সংগঠনের বার্তা হতে পারে। আবার কেউ বলছেন, এটি একটি সাংস্কৃতিক বা সৃজনশীল প্রতিবাদের প্রতীকও হতে পারে।
গ্রাফিতিটির পেছনে কারা রয়েছে, এটি কোনো সংগঠনের পরিকল্পিত উদ্যোগ কি না, কিংবা একক কারও নিভৃত প্রতিবাদ, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই রহস্যময় গ্রাফিতি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে প্রশ্ন ও এক ধরনের কৌতূহলের জন্ম দিয়েছে।