শ্রীলঙ্কায় দেশে যাত্রা করল ইলন মাস্কের স্টারলিংক

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৮:০৮ AM

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক শ্রীলঙ্কায় ইন্টারনেট সেবা চালু করেছে। বুধবার (২ জুলাই) এ তথ্য নিজেই জানিয়েছেন ইলন মাস্ক। নিজের মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে মাস্ক লিখেছেন, “স্টারলিংক এখন শ্রীলঙ্কায়”।

গত মাসে বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করেছে স্টারলিংক। এর আগে, চলতি বছরের মার্চে পাকিস্তানেও এ সেবার জন্য অনুমোদন দেওয়া হয়।

অন্যদিকে বছরের শুরুতে ভারতের দুই বৃহৎ টেলিকম প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল ও রিলায়েন্স জিও স্টারলিংকের সঙ্গে চুক্তি করে। এই চুক্তির আওতায় ভারতের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হবে স্টারলিংকের ইন্টারনেট সেবা।

স্টারলিংক হলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ব্যাপক সম্প্রসারণ করেছে। বর্তমানে ১২৫টি দেশে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু রয়েছে।

সূত্র: টিআরটি গ্লোবাল