স্টারলিংক সংযোগ নেবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ১১:৪৭ AM

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা ‘স্টারলিংক’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আজ মঙ্গলবার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এদিন সকালে তার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রার খবরে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনাও। সাধারণ মানুষের মধ্যে এখন জানতে আগ্রহ—কীভাবে এই সংযোগ পাওয়া যাবে, খরচ কেমন হবে, প্যাকেজ ও মাসিক বিল কত হতে পারে—এসব বিষয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

কীভাবে স্টারলিংক সংযোগ নেবেন
স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট (starlink.com) বলছে, বাংলাদেশের গ্রাহকদেরকে সরাসরি স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে সংযোগ নেওয়ার জন্য অর্ডার দিতে হবে। অর্ডার করতে প্রথমে আপনার ঠিকানা দিয়ে সেখানে এই সেবা পৌঁছাবে কি না, তা দেখে নিতে হবে। তারপর যেকোনো একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে ‘স্ট্যান্ডার্ড কিট’ কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্টারলিংকের একটি স্ট্যান্ডার্ড কিট কিনতে এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা।

এই স্ট্যান্ডার্ড কিটের মধ্যে রয়েছে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও ক্যাবল। এরপর সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করে স্যাটেলাইট ডিশটি ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখে করে স্থাপন করতে হবে।

স্টারলিংক প্যাকেজের খরচ কত
স্টারলিংকের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, বাংলাদেশের গ্রাহকদের জন্য তাঁরা দুটি প্যাকেজ নিয়ে এসেছে। এর মধ্যে একটি হচ্ছে স্টারলিংক ‘রেসিডেনশিয়াল’, যার জন্য প্রতি মাসে খরচ করতে হবে ৬ হাজার টাকা। দ্বিতীয় প্যাকেজটির নাম হচ্ছে ‘রেসিডেনশিয়াল লাইট’, যার জন্য মাসে গুণতে হবে ৪ হাজার ২০০ টাকা। দুটি প্যাকেজেই ব্যবহারকারীরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। 

এছাড়া কোথাও ঘুরতে গেলে কিংবা চলন্ত অবস্থায় স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করতে ‘রোম’ প্যাকেজটি নিতে হবে গ্রাহকদেরকে। এর জন্য প্রতি মাসে খরচ হবে নূন্যতম ৬ হাজার টাকা। রোমের এই প্যাকেজটিতে ৫০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে। এক্ষেত্রে আনলিমিটেড ডেটা ব্যবহারেরও সুযোগ রয়েছে, তবে সেজন্য প্রতি মাসে ১২ হাজার টাকা খরচ করে নিতে হবে ‘রোম আনলিমিটেড’ প্যাকেজটি। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও বিভিন্ন প্যাকেজ রয়েছে স্টারলিংকের।

উল্লেখ্য, স্টারলিংক সংযোগ নিয়ে ৩০ দিন ব্যবহার করার পর সেবা ‘সন্তোষজনক’ মনে না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে বলেও স্টারলিংকের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।