আপনার ফোন আসল নাকি নকল বুঝবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১০:৫৩ AM

বর্তমান সময়ের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম হলো মোবাইল ফোন। কাজের প্রয়োজনে অনেকেই ব্যয়বহুল স্মার্টফোন কেনেন। তবে কিছু অসাধু বিক্রেতা অতিরিক্ত লাভের আশায় ক্রেতাদের হাতে নকল বা কপি ফোন তুলে দেন।

কারণে অনেকেই জানতে চান, তাদের মোবাইল ফোনটি আসল নাকি নকল। ভালো হয় যদি কেনার আগেই তা যাচাই করা যায়। নিচের সহজ পদ্ধতিতে আপনি যেকোনো ব্র্যান্ডের মোবাইল ফোন বা মডেম যাচাই করতে পারবেন—

১. মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *#06# ডায়াল করুন। এতে আপনার ডিভাইসের IMEI নম্বর দেখাবে।

২. নতুন ফোন কেনার সময় বক্সের পাশে থাকা স্টিকার থেকেও IMEI নম্বর দেখে নিতে পারেন।

৩. এরপর https://www.imei.info ওয়েবসাইটে যান।

৪. বক্সে আপনার IMEI নম্বরটি লিখে "Check" বাটনে ক্লিক করুন।

৫. যদি ফোনটি আসল হয়, তাহলে এর বিস্তারিত তথ্য যেমন ব্র্যান্ড, মডেল, রিলিজ ডেটসহ অন্যান্য তথ্য দেখতে পাবেন। এসব তথ্য ফোনের সঙ্গে মিলে গেলে ধরে নিতে পারেন ফোনটি আসল। আর যদি না মেলে, তাহলে সেটি নকল হওয়ার সম্ভাবনা রয়েছে।