অ্যাপলের আগেই পাতলা ও শক্তিশালী ফোন আনল স্যামসাং

অ্যাপলকে টেক্কা দিতে আরও পাতলা ও শক্তিশালী স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৫ এজ’ বাজারে এনেছে স্যামসাং ইলেকট্রনিকস। উন্নত এআই প্রযুক্তিতে সমৃদ্ধ এই হ্যান্ডসেটটির লক্ষ্য—প্রিমিয়াম স্মার্টফোন বাজারে অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে যাওয়া।

৬.৭ ইঞ্চির বিশাল স্ক্রিন ও মাত্র ৫.৮ মিলিমিটার পুরুত্বের এই সুসজ্জিত ডিভাইসটি পাতলা হলেও পারফরম্যান্সে কোনো ধরনের ছাড় নেই। কারণ এতে ব্যবহৃত হয়েছে স্যামসাংয়ের অত্যাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলাইট চিপসেট, যা দ্রুততা ও শক্তিশালী কার্যক্ষমতা নিশ্চিত করে।
ডিভাইসটিতে স্যামসাংয়ের সর্বশেষ এআই ফিচার যুক্ত করা হয়েছে। বিশেষ করে মাল্টিমোডাল এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ক্যামেরা ও ভয়েস দিয়ে রিয়েলটাইমে ফোনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন।

স্যামসাং জানায়, ব্যবহারকারীদের চাহিদা ছিল—পরিপূর্ণ পারফরম্যান্স বজায় রেখেই আরও হালকা ও বহনযোগ্য স্মার্টফোন। সেই চাহিদার প্রতি সাড়া দিতেই ফোনের সার্কিট বোর্ড ও থার্মাল সিস্টেমে কাঠামোগত পরিবর্তন এনে ডিভাইসটি চিকন করা হয়েছে।

পারফরম্যান্সের ঘাটতি ও অতিরিক্ত গরম হওয়ারর শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্যামসাং ইলেকট্রনিকসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মুন সুং-হুন। তিনি বলেন, ‘পাতলা ডিজাইনের সঙ্গে পারফরম্যান্স বা গরম হওয়ার ভয়—দুটোকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা নতুন প্রযুক্তির পাতলা ভেপার চেম্বার তৈরি করেছি, যা ফোনটিকে ঠান্ডা রাখতে সক্ষম।’

বিশ্লেষকেরা বলছেন, পাতলা–চিকন আইফোনের সম্ভাব্য আগমনের আগেই বাজারে ফোনটি এনে প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশল অবলম্বন করেছে স্যামসাং।

এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক রিউ ইয়ং–হো বলেন, ‘আজকাল গ্রাহকদের কাছে বড় বিষয় ফোনের মোটা-পাতলা হওয়া। এই সময় ফোনটি বাজারে এনে অ্যাপলকে চাপে ফেলতে পারে স্যামসাং। পাতলা ফোন খুঁজছেন এমন ক্রেতারা এই ফোন কিনতে আগ্রহী হতে পারেন।’

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রিতে স্যামসাং ২০ শতাংশ বাজারদখল করে শীর্ষে উঠে এসেছে, যেখানে অ্যাপলের ছিল ১৯ শতাংশ।

স্যামসাং জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় ২৩ মে এবং যুক্তরাষ্ট্রে ৩০ মে ফোনটি বিক্রি শুরু হবে। তবে আজ থেকেই দুই দেশে ফোনটির প্রিঅর্ডার নেওয়া হচ্ছে। এরপর চীনসহ প্রায় ৩০টি দেশে এটি বাজারজাত করা হবে।

গ্যালাক্সি এস২৫ এজ: দাম স্পেসিফিকেশন এক নজরে

মূল্য:
স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ-এর প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৩৩,৩৪৭ টাকা।

প্রধান স্পেসিফিকেশন:

  • পেছনের ক্যামেরা:

    • ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (f/1.7, ওয়াইড, OIS)

    • ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর (f/2.2, PDAF)

  • সেলফি ক্যামেরা:

    • ১২ মেগাপিক্সেল (ওয়াইড, ডুয়াল পিক্সেল PDAF)

  • নেটওয়ার্ক: GSM / HSPA / LTE / 5G

  • ডিভাইসের আকার ওজন:

    • আয়তন: ১৫৯ x ৭৬ x ৫.৯ মিমি

    • ওজন: ১৬৩ গ্রাম

    • সিম: ই-সিম

  • ডিসপ্লে:

    • OLED প্যানেল

    • HDR10+ সাপোর্টেড

    • রিফ্রেশ রেট: ১২০ হার্টজ

    • স্ক্রিন সাইজ: ৬.৭ ইঞ্চি

    • রেজোলিউশন: ১৪৪০ x ৩১২০ পিক্সেল

  • পারফরম্যান্স:

    • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক One UI

    • চিপসেট: কোয়ালকম Snapdragon 8 Elite (3nm)

    • CPU: ৭-কোর (x ৪.৩২ GHz + x ৩.৫৩ GHz)

    • GPU: Adreno 830

  • মেমোরি:

    • RAM: ১২ জিবি

    • স্টোরেজ: ২৫৬ বা ৫১২ জিবি

  • সাউন্ড কানেক্টিভিটি:

    • স্টেরিও লাউডস্পিকার

    • USB Type-C

    • GPS, GLONASS, Galileo, BDS সাপোর্ট

  • ফিচার:

    • ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট

    • অ্যাক্সেলোরোমিটার, গাইরোস্কোপ, কম্পাস

    • স্যামসাং ডেক্স সাপোর্ট

  • ব্যাটারি চার্জিং:

    • ৩৯০০ এমএএইচ ব্যাটারি

    • ২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট

  • রঙের অপশন:

    • টাইটেনিয়াম আইস ব্লু (হালকা নীল)

    • টাইটেনিয়াম সিলভার (হালকা রূপালি)

    • টাইটেনিয়াম জেট ব্ল্যাক (কালো)

সূত্র: রয়টার্স, টমস গাইড