গৃহায়ণে বড় রদবদল
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বড় ধরনের রদবদল করা হয়েছে। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম গতিশীলতা আনায়নের লক্ষ্যে একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে বলে জানা যায়।
গত ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) উপ-পরিচালক মোঃ মুশফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়।
অফিস আদেশে বলা হয়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম গতিশীলতা আনায়নের লক্ষ্যে এবং প্রশাসনি কাজের সুবিধার্থে কর্মকর্তাদের বদলি/পদায়ন করা হলো।
কর্মকর্তাদের বদলি ও পদায়ন স্থান-
গৃহায়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক (অর্থ) মোঃ আলমগীর হোসেন মোল্লাকে সেগুনবাগিচা থেকে রাজশাহী সার্কেলে বদলি করা হয়েছে।
অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক মোহাম্মদ একরামুল কবীরকে প্রশাসনিক কর্মকর্তা করে সেগুনবাগিচা থেকে সিলেটে হাউজিং এস্টেটে বদলি করা হয়েছে। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত কুমিল্লা হাউজিং এস্টেট এর দায়িত্বও পালন করবেন।
প্রশাসনিক কর্মকর্তা আকলিমা খানমকে সিলেট হাউজিং এস্টেট থেকে ঢাকার মোহাম্মদপুর হাউজিং এস্টেটে বদলি করা হয়েছে। তিনি কুমিল্লা হাউজিং এস্টেট এর অতিরিক্ত দায়িত্ব পালন করতেন।
প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনকে খুলনা হাউজিং এস্টেট থেকে বদলি করে ঢাকার মিরপুর হাউজিং এস্টেটে পদায়ন করা হয়েছে।
প্রশাসনি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ হাওলাদারকে মোহাম্মদপুর থেকে বদলি করে খুলনা হাউজিং এস্টেটে পদায়ন করা হয়েছে। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত যশোর হাউজিং এস্টেট এর দায়িত্ব পালন করবেন।
এছাড়াও মিরপুর হাউজিং এস্টেট এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানকে কুমিল্লা হাউজিং এস্টেটে বদলি করা হয়েছে। তাকে অর্থ ও হিসাব শাখায় সংযুক্ত করা হয়েছে।
পৃথক এক অফিস আদেশে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ সহকারী প্রকৌশলী আসমা আক্তারকে (পরিকল্পনা ও ডিজাইন) বগুড়া উপবিভাগে বদলি করা হয়েছে।
ঢাকা ডিভিশন-২ এর উপ সহকারী প্রকৌশলী মোঃ মনছুর আলীকে ঢাকার মোহাম্মদপুর থেকে কুষ্টিয়া উপবিভাগে বদলি করা হয়েছে।
খুলনা ডিভিশনের খুলনা উপবিভাগের উপ সহকারী প্রকৌশলী দেবাইন চন্দ্র সরকারকে ঢাকা ডিভিশন-১ এর উপবিভাগ-২ এ পদায়ন করা হয়েছে।
এছাড়াও যশোর উপ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আহসান হাবিবকে ঢাকার মিরপুরে সংযুক্ত গৃহসংস্থান বিভাগ-২ এ পরিকল্পনা ও নকশা ডিভিশনে বদলি করা হয়েছে।
আরেক অফিস আদেশে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-পরিচালকের (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর মুহাম্মদ মুসাব্বিবাল আসবাবকে ঢাকা সেগুনবাগিচার উপ-পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ)-এর সদর দপ্তরে বদলি করা হয়েছে।
উপ-পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ)-এর সদর দপ্তরের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর রেজয়ানকে উপ-পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা)-এর সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা পরিচালকের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর বীনা রানী সাহাকে পরিকল্পনা নকশা ও বিশেষ প্রকল্প সদস্য-এর দপ্তরে বদলি করা হয়েছে।
এদিকে কুমিল্লা উপ-বিভাগের হিসাব সহকারী মোঃ মালেকিন নাসিরকে ঢাকা সেগুনবাগিচার উপ পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা-২)-এর সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া বরিশাল উপ বিভাগের হিসাব সহকারী মোঃ সাইফুল ইসলামকে ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের পরিচালকের সদর দপ্তরে ব্যক্তিগত সহকারী এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও নকশাকার মোঃ গোলাম মোস্তফাকে মোহাম্মদপুরে ঢাকা ডিভিশন-২ এ নির্বাহী প্রকৌশলীর সদর দপ্তরে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে।