ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০১:৫২ PM

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা, এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে তারা অবস্থান নেন।

দুই দিন আগে ফার্মগেটে ট্রাকচাপায় সিফাত নামের এক কিশোরের মৃত্যু হয়। তার হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

ডিসি মিজান বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

শিক্ষার্থীদের দাবি করেন, সিফাত হত্যার বিচার করতে হবে; ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।

তারা বলেন, নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।