ফার্মগেট সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, স্বাভাবিক হচ্ছে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০২:২৮ PM

প্রায় এক ঘণ্টা অবরোধের পর ফার্মগেটের সড়ক ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সড়ক অবরোধ শুরু করে সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ, ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদসহ পাঁচ দফা দাবিতে ওই অবরোধ শুরু করেন। এতে ফার্মগেট এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। পরে সিটি করপোরেশন বরাবর স্মারকলিপি প্রদান করে আজকের মতো অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

অবরোধের পরপরই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে নামে পুলিশ। একই সঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।