মিরপুরে আগুনে ৯ মৃত্যু, নিখোঁজদের জন্য চলছে তল্লা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:২৬ PM

রাজধানীর মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৯ জন মারা গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে রাসায়নিকের গুদামের আগুন এখনো নেভেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কাজের পাশাপাশি সেখানে নিখোঁজদের তল্লাশিও চালানো হচ্ছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম এ তথ্য জানান।

 
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, তল্লাশি অভিযান এখনো চলমান রয়েছে। পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে, সেখানে এখনো আগুন জ্বলছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। ওখানে কাউকে যেতে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে এসব কার্যক্রম করছি।
 
এদিকে আগুন লাগার ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রিয়জনদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজদের খুঁজতে আশপাশের হাসপাতাল, এমনকি ঢাকা মেডিকেল ঘুরেও মেলেনি কোনো হদিশ। সন্তান, ভাই কিংবা স্বামীকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা।
 
আরও পড়ুন: মিরপুরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু
 
আগুনের কারণ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম বলেন, গোডাউনে ৬/৭ রকমের কেমিক্যাল আছে। টঙ্গীর মতো কেমিক্যাল। অ্যাক্সাক্টলি কী রাসায়নিক আছে জানা নেই।
 
তিনি জানান, ডিফেন্সিভ কায়দায় আগুন নিউট্রালাইজ করার চেষ্টা চলছে। যেকোনো সময় যেকোনো দুর্যোগ ঘটতে পারে, সেজন্য প্রস্তুত থাকার আহ্বান জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
 
আরও পড়ুন: মিরপুরে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি
 
৯ জনের প্রাণহানির বিষয়ে তিনি বলেন, রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার-অক্সাইড ছিল। সেখানে থেকে আসা ক্ষতিকর গ্যাসে এসব মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট।  এদিকে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।