সাজেদুলসহ গণপূর্তের ৪ প্রকৌশলী বদলি

প্রকৌশলী মো: সাজেদুল ইসলামসহ গণপূর্ত অধিদপ্তরের চার নির্বাহী প্রকৌশলীকে বদলির আদেশ জারি করেছে সংস্থাট। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সংস্থাপন শাখা–১ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার এ অফিস আদেশে স্বাক্ষর করেন। এর আগে চার বছরেও বেশি সময় গুরুত্বপূর্ণ বিভাগে থাকা প্রভাবশালী প্রকৌশলী সাজেদুল ইসলামকে অন্যত্র বদলি করা হলেও তা কার্যকর করতে পারেনি কর্তৃপক্ষ। এ প্রকৌশলী চার হাসপাতাল প্রকল্পে ভবন নির্মাণের আগেই ফার্নিচার কেনার ঘটনায় বেশ বির্তকে জড়িয়ে আলোচনায় আসেন।
মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের নির্বাহী প্রকৌশলী (ই/এম) পদে থাকা চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাঁরা হলেন— নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হালিম, মোহাম্মদ ইউছুপ, মোঃ সাজেদুল ইসলাম ও মোঃ জিয়াউর ইবনে বোরাক। এর মধ্যে নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হালিমকে ঢাকা থেকে খুলনায় পদায়ন করা হয়েছে।
এছাড়া মোহাম্মদ ইউছুপকে ঢাকা কারখানা বিভাগ থেকে রংপুর গণপূর্ত জোনে, মোঃ সাজেদুল ইসলামকে ঢাকা গণপূর্ত কাঠের কারখানা বিভাগ থেকে পাবনা গণপূর্ত বিভাগে এবং মোঃ জিয়াউর ইবনে বোরাককে পাবনা গণপূর্ত বিভাগ থেকে রংপুর গণপূর্ত জোনে পদায়ন করা হয়েছে।
বদলীকৃত কর্মকর্তাদের আগামী ১৯ অক্টোবরের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ২০ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।