হংকংয়ের সঙ্গে ড্র করলেন হামজারা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ PM

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে ১-১ গোলের ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে রাকিব হোসেনের গোলেই সমতায় ফেরে লাল-সবুজের দল।

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিলেন বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়রা। কিন্তু ৩৪ মিনিটে ডিফেন্ডার তারিক কাজীর পেছন থেকে ফাউলের কারণে পেনাল্টি পায় হংকং। রেফারির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখেন তারিক। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ম্যাট ওর।

প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হলে ম্যাচে নতুন উদ্যম পায় বাংলাদেশ। মাঝমাঠে শমিতকে ফাউল করার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অলিভার গেরবিগ।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে আক্রমণ বাড়ায় বাংলাদেশ। ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় ফাহিমের বাম দিক থেকে বাড়ানো ক্রসে ফাহমিদুলের হেডে বল পেয়ে রাকিব নিখুঁত শটে গোল করেন।

শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় সমতায় শেষ হয় ম্যাচ। হংকংয়ের মাঠ থেকে মূল্যবান এক পয়েন্ট নিয়েই ফিরছে বাংলাদেশ।