মাঝরাতে সাভারে আগুন

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৭:২৮ AM

মাঝরাতে রাজধানী সাভারের আশুলিয়ায় জিরানী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট কাজ করছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জিরানী বাসস্ট্যান্ডে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে রাত ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে রাত ১২টা ৫০ মিনিটে আশুলিয়া জিরানী বাজারে কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।

তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।