কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা
-1130603.jpg?v=1.1)
পর্যটন জেলার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
গতকাল রবিবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে যুগ্মসচিব আহমেদ জামিলের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। আজ সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, Sub-rule (1)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার The Civil Aviation Rules, 1984 এর Rule16 অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।