ইসরায়েলি জিম্মিদের মুক্তি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:১২ PM

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তারা বর্তমানে ইসরায়েলের পথে আছেন। বিবিসির এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন।

জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে, মুক্তি পাওয়া জিম্মিরা হলেন গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল, গাই গিলবোয়া-ডালাল।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের পথে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে থেকেই জিম্মি মুক্তির সরাসরি সম্প্রচার দেখছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ইসরাইলের উদ্দেশে আকাশ পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে বসেই গাজা থেকে ইসরাইলি জিম্মিদের মুক্তির সরাসরি সম্প্রচার দেখছেন তিনি।

হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের দেখা লাইভ স্ট্রিমিংয়ের একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, ‘ইতিহাস সৃষ্টি হচ্ছে’।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ফোর্স ওয়ানে করে ওয়াশিংটন থেকে দীর্ঘ ফ্লাইট শেষে শিগগিরই ইসরাইলের অবতরণ করবেন ট্রাম্প। সেখানে নেতানিয়াহু ও জিম্মিদের পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। 

এছাড়া ইসরাইলের পার্লামেন্ট নেসেটেও তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় দুপুর ১টার দিকে মিশরের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট রওনা হবেন বলে আশা করা হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, হামাসের মুক্তি দেওয়া সাতজন বন্দি এখন তাদের হেফাজতে রয়েছে এবং তারা ‘ইসরাইলি ভূখণ্ডের পথে’ রয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে সাত জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে তারা হলেন যমজ সন্তান গালি এবং জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল।

জর্ডানের আম্মান থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, বন্দিদের ‘অবস্থা মোটামুটি ভালো’ এবং তারা ‘কোনো চিকিৎসা সহায়তা ছাড়াই হেঁটে চলাফেরা করতে পারছেন’।

 সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল