লেবাননে হামলা চালাল ইসরায়েল
ইসরায়েলের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এবার লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রথম দফায় পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় হামলায় দুজনের মৃত্যু হয়। পরে দক্ষিণের নাবাতিয়াহ এলাকায় আরেক দফা হামলায় আরও দুজন নিহত হন। এর মধ্যে একজন বৃদ্ধাও ছিলেন বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা এনএনএ।
এনএনএর খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় একাধিক তীব্র হামলা চালায়, যা সিরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা নাবাতিয়াহ এলাকায় হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে হামলা চালিয়েছে। এ ছাড়া বেকা উপত্যকায় হিজবুল্লাহর প্রশিক্ষণ শিবির ও ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনাতেও বোমা বর্ষণ করা হয়েছে।
আইডিএফ দাবি করেছে, এসব স্থাপনাগুলো থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এর আগে একই ক্ষেপণাস্ত্র কারখানায় একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েল।
সূত্র : টাইমস অব ইসরায়েল