প্রেসার কুকারে রান্না করবেন না যেসব খাবার

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১ AM

প্রেসার কুকার রান্নার কাজ অনেক সহজ করে তোলে, তবে কিছু খাবার আছে যেগুলো প্রেসার কুকারে রান্না করা উচিত নয়। এই খাবারগুলো রান্না করলে স্বাদ বা পুষ্টি ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা রান্নার পরিমাণে সমস্যা দেখা দিতে পারে। চলুন, দেখে নিই কোন খাবারগুলো প্রেসার কুকারে রান্না করা উচিত নয়:

মিষ্টি খাবার
মিষ্টি খাবার যেমন পুডিং, কাস্টার্ড, মিষ্টির সিরা ইত্যাদি প্রেসার কুকারে সেদ্ধ করবেন না। প্রেসার কুকারে এগুলোর টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে এবং বেশি জলীয় অবস্থায় ফেটে যেতে পারে।

ডাল
কিছু ডাল যেমন মুসুর, মুগ, বা মটর ডাল প্রেসার কুকারে বেশি রান্না করলে তা গলে গিয়ে মিশে যেতে পারে এবং তার স্বাদও হারিয়ে যেতে পারে।

ফিশ বা সামুদ্রিক মাছ
সামুদ্রিক মাছের রান্নায় খুব দ্রুত পচন ধরে এবং প্রেসার কুকারে রান্না করলে মাছ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

সুজি বা সেমোলিনা (রুটি তৈরির জন্য)
প্রেসার কুকারে সুজি বা সেমোলিনা রান্না করলে এটি গুঁড়া হয়ে যেতে পারে, যা খেতে তেমন ভালো লাগে না।

আলু
ঝটপট সেদ্ধ করার জন্য অনেকেই আলু প্রেসার কুকারে দিয়ে দেন। আপনিও কি এমনটা করেন? তাহলে আজই সেই অভ্যাস বদলাতে হবে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, প্রেসার কুকারে আলু সেদ্ধ করলে তা স্বাস্থ্যের জন্য ডেকে আনতে পারে ক্ষতি। আলুতে উচ্চ স্টার্চ থাকে। আপনি যখন প্রেসার কুকারে রান্না করেন তখন এর পুষ্টিগুণ কমে যায়। জার্নাল অফ সায়েন্স অফ ফুড অ্যান্ড এগ্রিকালচারের একটি গবেষণায় বলা হয়েছে, প্রেসার কুকারে রান্না করলে তা অনেক সময় খাবারে উপস্থিত পুষ্টি উপাদান হ্রাস করতে পারে। আলুতে থাকা স্টার্চ প্রেসার কুকারে রান্না করার ফলে এক ধরণের রাসায়নিক তৈরি হয়। এভাবে সেদ্ধ করা আলু খেলে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি।

মটরশুঁটি
মটরশুঁটির সঙ্গে আমাদের অনেকের আবেগ জড়িয়ে আছে। বিভিন্ন রান্নায় এটি যোগ করলে তা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। তবে দ্রুত সেদ্ধ করার জন্য কখনো মটরশুঁটি প্রেসার কুকারে রান্না করতে যাবেন না। কারণ হলো মটরশুঁটিতে লেকটিন নামক একটি বিষ থাকে, যা কুকারে রান্না করলে হজমজনিত সমস্যা এবং বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

ভাত
ভাত রান্নার জন্য অনেকেই প্রেসার কুকার বেছে নেন। কারণ মাপমতো পানি দিয়ে সিটি দিয়ে নিলেই তৈরি ঝরঝরে ভাত। এত সহজ পদ্ধতি কে না চাইবেন! এখানেই আপত্তি বিশেষজ্ঞদের। কারণ তারা বলছেন, প্রেসার কুকারে ভাত রান্না করলে ভাতে উপস্থিত স্টার্চ অ্যাক্রিলামাইড নামক একটি ক্ষতিকারক রাসায়নিক নির্গত করে। যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই ভাত রান্নার জন্য প্রেসার কুকারের বদলে বেছে নিতে হবে অন্য কোনো পাত্র।

পাতাযুক্ত সবজি
বাজারে বিভিন্ন ধরনের পাতাযুক্ত সবজি কিনতে পাওয়া যায়। কিন্তু সেগুলো কখনোই প্রেসার কুকারে রান্না করা উচিত নয়। কারণ প্রেসার কুকারে পাতাযুক্ত সবজি রান্না করলে তাতে উপস্থিত অক্সালেট দ্রবীভূত হতে পারে। এরপর সেই খাবার নিয়মিত খেলে হতে পারে  কিডনিতে পাথরের মতো সমস্যা। তাই এ ধরনের অসুস্থতা থেকে বাঁচতে সচেতন থাকতে হবে আপনাকেই।