দেশে আরও ৪ জনের মৃত্যু, এ বছর ডেঙ্গুতে প্রাণহানি ২৫৩
_-1210552.png?v=1.1)
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২৫৩ জনে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, নতুন করে ৮১৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৬১ হাজার ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর (২০২৪) দেশে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর, ২০২৩ সালে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল রেকর্ড ১ হাজার ৭০৫। ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তন, পানি জমে থাকা এবং পরিচ্ছন্নতার অভাবের কারণে প্রতি বছরই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাঁরা সময়মতো মশা নিধন কার্যক্রম জোরদার করা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন।