২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও ৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (২০ অক্টোবর) বিকেলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৯১ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬১ জন এবং ঢাকার বাইরে ৪৮১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রায় চার হাজারের মতো রোগী।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি আবহাওয়ায় এডিস মশার প্রজনন বাড়ছে, যা ডেঙ্গু বিস্তারের আশঙ্কা আরও বাড়াচ্ছে। সময়মতো মশকনিধন কার্যক্রম জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে বলে সতর্ক করেছেন তারা।