শুক্রবার রাজধানীর লালমাটিয়ায় শুরু হচ্ছে ঢাকা ওয়ানগালা-২০২৩ উৎসব
নতুন ফসল ঘরে উঠা উপলক্ষে শস্যদেবতা মিসি সালজংকে ধন্যবাদ জানানোর গারো সম্প্রদায়ের নবান্ন উৎসবের নাম ওয়ানগালা। পাহাড়ের এই উৎসবে থাকে রং আর আনন্দের ছোঁয়া।
সেই উৎসবের ছোঁয়া লেগেছে শহরেও। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ মাঠে আগামীকাল শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকা ওয়ানগালা-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গান, র্যালি ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুখরিত হতে যাচ্ছে এ মাঠ প্রাঙ্গণ।
ঢাকা ওয়ানগালা-২০২৩ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুইদিস সাংমা।
জানা গেছে, ঢাকা ওয়ানগালা-২০২৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। ওয়ানগালার বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর ধন্যবাদ প্রার্থনা, থক্কা ও শস্য উৎসব অনুষ্ঠিত হবে। এছাড়া বিতর্ক প্রতিযোগিতা, রে রে , গ্রিকা, চাম্বিল পেসা অনুষ্ঠিত হবে।
এছাড়াও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান, ও নকমা অভেষেক অনুষ্ঠিত হবে। সবশেষে পুরস্কার বিতরণী ও রাফেল ড্র-এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।