বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায় পাকিস্তান
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি এবার বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায় পাকিস্তান। এই বিষয়ে দুই দেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে, যা পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরের সেনা সদরদপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর-উল-হাসানের বৈঠক অনুষ্ঠিত হয়। আইএসপিআরের বিবৃতি অনুসারে, বৈঠকে উভয় কর্মকর্তা একমত হয়েছেন যে, বাংলাদেশ ও পাকিস্তান ভাতৃপ্রতিম দেশ এবং বহিঃস্থ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক দৃঢ় থাকবে।
এছাড়া, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের ব্যাপারে আলোচনা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, দুই দেশের সেনাবাহিনীর সহযোগিতামূলক পদক্ষেপ এবং উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, এবং পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামর-উল-হাসান পাকিস্তানের সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং বলেন, সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনী তার আত্মদানের মাধ্যমে সাহস ও দৃঢ় সংকল্পের প্রতীক হয়ে উঠেছে।
এতে উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগ সরকারের শাসনকালে ভারতীয় বন্ধুত্বের কারণে গত ১৫ বছর ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছিল, এবং সেনাবাহিনীর সম্পর্কেও তার প্রভাব পড়েছিল।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার শাসনের পতন এবং অন্তর্বর্তী সরকারের গঠনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আবারও উন্নতি হয়েছে। ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে, এবং দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও পুনঃস্থাপিত হয়েছে।
সূত্র: জিও নিউজ