যে শহরে এক কাপ কপির দামে কেনা যাচ্ছে জমি!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ০২:০৮ PM

মাত্র এক কাপ কপির দামে জমি! শুনতে অবিশ্বাস্য হলেও সুইডেনের এক শহরে মাত্র এক কাপ কফির দামে জমি কেনা যাচ্ছে। রাজধানী স্টকহোম থেকে ২০০ মাইল দূরের দক্ষিণ–পশ্চিমের শহরটির নাম ইয়্যুরতেনে। শহরটিতে প্রতি বর্গমিটার জমি বিক্রি হচ্ছে মাত্র ১ ক্রোনা বা ৯ সেন্টে। (১ ক্রোনা বাংলাদেশি ১১ টাকা ৬ পয়সার সমান)।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইয়্যুরতেনে শহরে ৩০ প্লট জমি বিক্রি হচ্ছে। সেখানে জমিগুলোর দাম শুরু হচ্ছে প্রতি বর্গমিটার মাত্র ১ ক্রোনা বা ৯ সেন্ট থেকে।

যেসব সৌভাগ্যবান ক্রেতারা এই শহরে জমি কিনতে পারবেন, তারা সেখানে বাড়িও বানাতে পারবেন।

ইয়্যুরতেনে–তে জনসংখ্যা মাত্র ৫ হাজার। আর বর্ধিত মিউনিসিপালিটির বাসিন্দা ১৩ হাজার। জায়গাটি সুইডেন ও স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের বৃহত্তম হ্রদ লেক ভ্যানার্ন-এর তীরে অবস্থিত।

শহরটির মেয়র ইয়োহান ম্যানসন বলেন, ‘বিশ্বে এখন দুটি বড় যুদ্ধ চলছে। যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি নাজুক অবস্থার মধ্যে পড়েছে। এ ছাড়া গ্রামীণ অঞ্চলে জনসংখ্যাও কমে গেছে। সব মিলিয়ে আমাদের এলাকায় আবাসনের বাজার এখন খুব খারাপ। তাই আমরা একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছি।’

জনসংখ্যা কমে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের এখানে জন্মহার ক্রমশ কমছে। আর বাড়ছে বয়স্কদের সংখ্যা। আমাদের তাই এমন কিছু করতে হবে, যাতে এই শহরে মানুষ বাড়ানো যায়।’

এসব কারণে নামমাত্র মূল্যে ৩০টি প্লট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেয়র ইয়োহান ম্যানসন। তিনি বলেন, ‘গত মাসে স্কিমটি চালু করা হয়। এরই মধ্যে ভালো সাড়া পাওয়া গেছে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চারজন ক্রেতা প্রতি বর্গমিটার ১ ক্রোনা হিসেবে কিনেছেন বলে জানা গেছে। একেকটি প্লটের আকার ৭০০ থেকে ১ হাজার ২০০ বর্গমিটার।