ইবতেদায়ী শিক্ষকদের পাঁচ দফা দাবিতে ১৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১২:৫৬ PM

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নিয়েছেন। আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাবের সামনে থেকে তারা শিক্ষাভবন মোড়ে এসে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান ও সদস্য সচিব মাওলানা মো. আল আমিন।

প্রতিনিধি দলে নীলফামারী, চট্টগ্রাম, বগুড়া, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, ময়মনসিংহ, পিরোজপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, বরগুনা, সাতক্ষীরা ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করতে চাইলে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। সরেজমিনে দেখা যায়, প্রেস ক্লাবের সামনে শিক্ষক ও পুলিশের মুখোমুখি অবস্থান, পাশে রাখা জলকামান ও রায়ট কার। এতে প্রেস ক্লাব থেকে পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষকরা জানান, চলতি বছরের ২৮ জানুয়ারিতে ঘোষিত জাতীয়করণের বাস্তবায়ন দ্রুত করতে হবে। পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদনের দাবিও জানান তারা।

অন্য দাবির মধ্যে রয়েছে— অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসার এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

এর আগে সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে কাজী মোখলেছুর রহমান ঘোষণা দেন— দাবি আদায় না হলে ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করা হবে।