বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান অষ্টম

আজ বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক
Online desk Online desk
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১২:২৭ PM

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ (বুধবার, ২২ অক্টোবর) শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর বেলা সাড়ে ১১টার আপডেট অনুযায়ী, দিল্লির একিউআই স্কোর ৩৪৪—যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের বায়ুদূষণ নির্দেশ করে।

এদিন ঢাকার বাতাসের মান ছিল ১৫৭ একিউআই, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ অবস্থায় ১২৫টি শহরের মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ রাজধানী ঢাকা। তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ১৯০), তৃতীয় স্থানে ভারতের কলকাতা (১৭৩) এবং চতুর্থ স্থানে কঙ্গোর রাজধানী কিনশাসা (১৭২)।

একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স হলো এমন একটি সূচক, যা প্রতিদিনের বাতাসের মান অনুযায়ী মানুষকে জানায়—বাতাস কতটা নির্মল বা দূষিত, এবং তাতে স্বাস্থ্যঝুঁকি কতটা রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—

* একিউআই ০ থেকে ৫০: বায়ুর মান ‘ভালো’

* ৫১ থেকে ১০০: ‘সহনীয়’ বা মাঝারি

* ১০১ থেকে ১৫০: ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ, শিশু ও বয়স্ক) জন্য অস্বাস্থ্যকর

* ১৫১ থেকে ২০০: ‘অস্বাস্থ্যকর’

* ২০১ থেকে ৩০০: ‘খুবই অস্বাস্থ্যকর’

* ৩০১ এর বেশি: ‘দুর্যোগপূর্ণ’


বায়ুদূষণের এই পরিস্থিতিতে পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাজধানীতে শ্বাসযন্ত্রের সমস্যা, অ্যালার্জি, চোখে জ্বালা ও হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

ঢাকায় বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং ইটভাটা থেকে নির্গত দূষণকে দায়ী করা হচ্ছে। পরিবেশবিদদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে শীত মৌসুমে দূষণের মাত্রা আরও বাড়বে।