আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
-1221004.jpg?v=1.1)
শীতের আমেজ শুরু হওয়ার সময় হলেও দেশের আবহাওয়ায় উল্টো চিত্র দেখা যাচ্ছে। তাপমাত্রা বেড়েছে, গরমের দাপটও বেশ তীব্র, আর বৃষ্টি প্রায় থমকে গেছে। এর মধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্যমতে, এই লঘুচাপ আরও ঘণীভূত হয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সুস্পষ্ট লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু বর্তমানে মনসুন শেষ হয়ে গেছে, তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করছে।
নিম্নচাপ তৈরি হলে এটি কোথায় অতিক্রম করতে পারে, সে বিষয়ে বুধবার (২২ অক্টোবর) ধারণা পাওয়া যাবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে এখনও একই এলাকায় অবস্থান করছে।
সবশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি, সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।