জিটুজি চুক্তিতে জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
Online desk Online desk
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১২:৫২ PM

সরকার আগামী বছর জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তির মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে। এ বিষয়ে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি। আজ বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত এই বছরের ৩৪তম সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভায় দুটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের সুপারিশ করা হয় একটি জ্বালানি তেল আমদানির বিষয়ে, অন্যটি ই-পাসপোর্ট প্রকল্পের সরঞ্জাম ক্রয় সংক্রান্ত।

প্রথম প্রস্তাবটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে আসে। এতে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য জিটুজি চুক্তির মাধ্যমে সরাসরি ক্রয়পদ্ধতিতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ ও সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে সভায় উল্লেখ করা হয়। আলোচনার পর কমিটি প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদনের সুপারিশ করে।

সভার দ্বিতীয় প্রস্তাবটি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলমান ‘বাংলাদেশে ই-পাসপোর্ট প্রবর্তন ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা’ প্রকল্প সম্পর্কিত। এতে সরাসরি চুক্তির আওতায় ৫৭ লাখ ই-পাসপোর্ট পুস্তিকা, প্রশিক্ষণ প্যাকেজ এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য আরও ৫০ লাখ পর্যন্ত কাঁচামালসহ মোট এক কোটি ই-পাসপোর্ট কাঁচামাল ক্রয়ের প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবটি পর্যালোচনা শেষে কমিটি ই-পাসপোর্ট ইস্যুর ধারাবাহিকতা রক্ষা এবং সীমান্ত ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে।