ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবে ৪২ দেশের নাগরিক
২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন ৪২ দেশের নাগরিক। নতুন বছরের ভিসা ওয়েভার প্রোগ্রাম এর আওতায় এসব দেশের নাগরিকরা সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
এই কর্মসূচির আওতায় পর্যটন, ব্যবসায়িক বৈঠক বা স্বল্পমেয়াদি সফরের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া যাবে। তবে কাজ করা বা পড়াশোনার অনুমতি এতে নেই।
ভিসা ছাড় সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপের অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, রোমানিয়া, সুইডেন ও মোনাকোসহ আরও কয়েকটি দেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও জাপান। আর মধ্যপ্রাচ্য ও আমেরিকা অঞ্চলের দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাইওয়ান, ইসরায়েল, কাতার ও চিলি।
ভ্রমণকারীদের অবশ্যই ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) থাকতে হবে, যেখানে অ্যাম্বেডেড চিপের মাধ্যমে পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে অনলাইনে ইএসটিএ সিস্টেমের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। অনুমোদন পেলে সেটি দুই বছর পর্যন্ত বৈধ থাকবে।
ভিসা ওয়েভার প্রোগ্রামে আবেদন করতে হলে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হয়। শুধু অনুমোদিত দেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন। যাদের অপরাধের রেকর্ড আছে, কিংবা ২০১১ সালের পর ইরান বা উত্তর কোরিয়ার মতো নিষিদ্ধ দেশে ভ্রমণ করেছেন, তারা এই সুবিধা পাবেন না। একইভাবে যুক্তরাষ্ট্রের ভিসা আইন ভঙ্গকারীরাও অযোগ্য হবেন।
এই প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করা যাবে। যারা কাজ, পড়াশোনা বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যেতে চান, তাদের নিয়মিত ভিসার আবেদন করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, ভিসা ওয়েভার প্রোগ্রাম বিদেশি ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্র সফরকে আরও সহজ, দ্রুত ও ঝামেলাহীন করছে। তবে নিরাপত্তা ও যাচাই–বাছাইয়ের প্রক্রিয়া কঠোর রাখা হয়েছে।
সব মিলিয়ে, ২০২৫ সালের এই প্রোগ্রাম যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত মেয়াদে ভ্রমণকে আরও উন্মুক্ত করলেও এটি শর্তসাপেক্ষ এবং নিরাপত্তা বিধি মেনে চলা বাধ্যতামূলক।