গণতন্ত্র রক্ষায় সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের
গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী ও টেকসই রাখতে ছোটখাটো মতপার্থক্য ও সমস্যাকে পাশ কাটিয়ে আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের সময় থেকে নয়া দিগন্ত সংগ্রাম করে আসছে। প্রতিকূল পরিবেশেও এই পত্রিকার সাংবাদিকেরা জনগণের আকাঙ্ক্ষা ও সত্য প্রকাশে সাহসিকতার পরিচয় দিয়েছেন।’
বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে আমাদের দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষ গুম হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বাকশাল প্রতিষ্ঠার পর থেকে গণমাধ্যমের ওপর দমন–পীড়ন শুরু হয়। তবে বাকশাল বিলুপ্তির পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। তাঁর আমল থেকেই সংবাদপত্রের সংস্কারের পথচলা শুরু হয়েছিল।’
জুলাই মাসের গণ–অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের ঘোষণা এসেছে। আশা করি, এর মধ্যে প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হবে। গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে যাবে।’