গ্রাম্য সালিশ মেটাতে গিয়ে মাতবর খুন
বাংলাদেশে গ্রামাঞ্চলে সমস্যা নিরসনে বড় ভূমিকা রাখে সালিশ। তবে মাঝে মাঝে সালিশে ঘটে যায় বিপত্তি। এমনই এক ঘটনা ঘটল মাগুরায়। জমি সংক্রান্ত বিরোধ মেটাতে আয়োজিত সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে প্রাণ গেছে বাদশা মোল্যা (৬৫) নামে এক গ্রাম্য মাতবরের।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুক গ্রামে ঘটে এ ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয় গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর)। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরদিন শুক্রবার বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসানো হয়।
সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির হোসেন (২২) হঠাৎ উত্তেজিত হয়ে শিউলির মামা বাদশা মোল্যার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাদশা মোল্যাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিপক্ষ আনোয়ারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।
মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, সালিশ চলাকালে একজন নিহতের খবর এসেছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।