নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১১:২১ AM

চলতি বছরের নভেম্বরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,“আপনারা খুব শিগগিরই জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করছি, নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।”

২০০৮ সালে জরুরি অবস্থার সময় দেশ ত্যাগের পর থেকে গত ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। জুলাই মাসের সামরিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা বেশ কিছু মামলার জটিলতা কেটে গেলেও তিনি এখনও দেশে ফেরেননি।

সালাহউদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশ নেবেন বলেই দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন,“তারেক রহমান অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে তা স্পষ্ট করেছেন। কোন আসন থেকে প্রার্থী হবেন, তা পরে নির্ধারিত হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ শারীরিক অবস্থা বিবেচনায় নির্বাচন করবেন কিনা, সে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন।

৬ অক্টোবর বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন,“দ্রুতই ইনশাআল্লাহ দেশে ফিরব। জনগণের প্রত্যাশিত নির্বাচনে জনগণের মাঝেই থাকব।”