৫১ বছর পর আক্ষেপ ঘুচল বোলোনার

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০৯:৪৪ AM

কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জয়ের আনন্দে মাতেছিল আর্জেন্টিনার সমর্থকরা। তবে সেই অপেক্ষাকেও ছাপিয়ে গেল বোলোনার শিরোপা খরা। সর্বশেষ ১৯৭৩-৭৪ মৌসুমে ইতালিয়ান কাপ জিতেছিল দলটি। এরপর কেটে গেছে প্রায় ৫০ বছর—পাঁচ দশক ধরে কোনো শিরোপা জেতেনি সাতবারের সিরি ‘আ’ চ্যাম্পিয়ন বোলোনা।

বুধবার (১৪ মে) রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ৫১ বছর পর শিরোপার দেখা পেল বোলোগনা।

এদিকে প্রথমার্ধে বেশিরভাগ সময় পজেশন রেখে আক্রমণেও এগিয়ে ছিল বোলোগনা। গোলের জন্য বেশি শটও নেয় তারা, যদিও একটি সুযোগও কাজে লাগাতে পারেনি কেউ। তবে বিরতির পর ডেডলক ভাঙে বোলোগনা। ৫৩তম মিনিটে পাসিং ফুটবলে আক্রমণ করে গোলের দেখা পান এনদোয়ে।

গোল হজম করার পরও এসি মিলান প্রতিপক্ষকে তেমন চাপে ফেলতে পারেনি। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানে জিতেই ৫১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতল বোলোগনা। আর এরই মধ্য দিয়ে শেষ হলো ক্লাবটির দীর্ঘ এক অপেক্ষা।

এবারের সিরি আতে মিলানের সময়টা ভালো কাটছে না। দুই রাউন্ড বাকি থাকতে ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। আগামী মৌসুমে ইউরোপিয়ান কম্পিটিশনে খেলতে হলে এই কাপ জেতা দরকার ছিল তাদের। 

তবে এবার মনে হচ্ছে আগামী মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টে খেলা হবে না তাদের। কিন্তু লিগের দুই রাউন্ডে অবিশ্বাস্য কিছু হলেই কেবল আগামী মৌসুমে ইউরোপের মঞ্চে দেখা যেতে পারে তাদের।