দুর্ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধ যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৮:২৬ AM

নারায়ণগঞ্জ-মুক্তারপুর উড়ালসড়কের পাইলিং কাজের সময় গ্যাস লাইন ফেটে আগুন লাগে। এতে একটি থাই গ্লাসের দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং এক পথচারী দগ্ধ হন। ঘটনার পর নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফতুল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুল হালিম জানান, উড়াল সড়কের পাইলিং কাজ চলাকালে তিতাসের মূল গ্যাস সরবরাহ লাইনে ছিদ্র হয়ে আগুন ধরে যায়। আগুন লাগার পর এলাকাবাসী দ্রুত মাটি চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে আগুন নিভে গেলেও গ্যাস নির্গমন অব্যাহত ছিল। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে খবর দেয়। তিতাসের কর্মকর্তারা এসে মূল সরবরাহ লাইন বন্ধ করলে গ্যাস বের হওয়া বন্ধ হয়। 

তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, উড়াল সড়কের কাজ করতে গিয়ে তিতাসের লাইন ফেটে আগুন ধরে যায়। মেরামতের কাজ চলছে এবং আমাদের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন। আশা করছি রাতের মধ্যেই মেরামত সম্পন্ন হবে।

তিনি আরও জানান, মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিকেএমইএ সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিকাল থেকে নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও ফতুল্লা শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। গার্মেন্টস ও স্পিনিং মিলের গ্যাসনির্ভর অংশগুলো সম্পূর্ণ বন্ধ আছে। বাসাবাড়িতেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে।